Prime Islami Life Insurance Ltd.
Helpline: 09613777779
IDRA Hotline Number: 16130

কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অবঃ), বিএন প্রাইম ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত


Image Not Avaible

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৮৪তম বোর্ড সভা জুলাই ০৭, ২০২০ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ে বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অবঃ), বিএন সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কমোডর জোবায়ের (অবঃ) ১৯৭৯ সনের ১ নভেম্বর বাংলাদেশ নেভাল একাডেমীতে ক্যাডেট অফিসার হিসাবে যোগদান করেন এবং ৫ মে, ১৯৮২ তারিখে নৌ বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন। নৌবাহিনীর দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিভিন্ন জাহাজে এবং প্রতিষ্ঠানে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি নৌবাহিনীর বহু জাহাজ এবং ফ্রিগেট এ চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। এছাড়াও নৌবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পদে এবং নেভাল প্রোভোষ্ট মার্শাল হিসাবে দায়িত্ব পালন করেন। নৌবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি এরিয়া কমান্ডার, কমান্ডিং অফিসার ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নৌবাহিনীর সদর দফতরে পরিচালক (নেভাল ইন্টেলিজেন্স), চট্টগ্রাম পোর্ট এর সদস্য (ইঞ্জিনিয়ার), নৌ পরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সার্জেন্ট এ্যাট আর্মস পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর বিভিন্ন ফ্যাকাল্টির ডিন এবং সর্বপরি প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এ উপ এবং অতিরিক্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সাহসীকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি চিফ নেভাল স্টাফ (সিএনএস) এর নির্বাহী থেকে সর্বোচ্চ সম্মাননা লাভ করেন। তিনি সার্কভুক্ত দেশের স্পিকারদের সম্মেলনে সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাতীয় সংসদের স্পিকার থেকে সম্মাননা লাভ করেন। বর্তমানে কমোডর জোবায়ের (অবঃ) বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। তিনি দেশে-বিদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা লাভ করেন এবং দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Published Date: 2020-07-07 16:33:10

Img Not Avaible