Prime Islami Life Insurance Ltd.
Helpline: 09613777779
IDRA Hotline Number: 16130

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ফরাজী হাসপাতালের চুক্তি।


Image Not Avaible

সম্প্রতি প্রাইম ইসলামী লাইফের সাথে ফরাজী হাসপাতালের মধ্যে এক কর্পোরেট চুক্তি অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় প্রাইম ইসলামী লাইফের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষা, সিট ভাড়া, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল সেবা এবং সব প্রকার ঔষধ ক্রয়ে কর্পোরেট ছাড়ের সুবিধা পাবেন। প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম, এফসিএ এবং ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিএফও ও কোম্পানি সচিব নিজাম উদ্দিন আহমাদ, এএমডি ও ইনচার্জ ঢাকা কর্পোরেট জোন-০১ মোহাম্মদ নূর-ই-আলম, এসইভিপি ও ইনচার্জ প্রশাসন বিভাগ কাজী আবুল মনজুর, এ্যাকচুরিয়াল ইনচার্জ শহিদুর রহমান, এসভিপি (অর্থ ও হিসাব) কাজী আহসান উল আলম আনসারী, গ্রæপ বীমা বিভাগের জেভিপি সাদিকুর রহমান, গ্রæপ বীমা বিভাগের এভিপি মুন্সি আশফাকুর রহমান এবং ফরাজী হাসপাতালের হেড অব কর্পোরেট মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

Published Date: 2019-05-05 00:00:00

Img Not Avaible